SEOClerks

Search This Blog

Saturday, January 11, 2020

ইউটিউব নিয়ে একটি মজার তথ্য।


ইউটিউব নিয়ে একটি মজার তথ্য জেনে নিন। ব্যাপারটা আমি আজকেই প্রথম দেখলাম। আশা করি আপনাদের ও জেনে ভালো লাগবে। আমরা যখন ইউটিউব থেকে কোন কিছু সোশাল মিডিয়া তে শেয়ার করি তখন সোশাল মিডিয়া তে  !About This Website নামের একটা আইকন দেখায়। সেখানে ক্লিক করলে উপরের ইমেজটা শো করবে যেখানে  লেখা আছে পেপাল এর ০৩ জন ইমপ্লয়ি ইউটিউব তৈরী করেছেন। আর ইউটিউব ডোমেইন নেম টা এক্টিটে হয়েছে সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০০৫। আমরা সকলেই জানি   ১৪ই ফেব্রূয়ারী - বিশ্ব ভালোবাসা দিবস। ব্রাপারটা মজার এবং ইন্টারেষ্টিং। 



ইউটিউবের ব্যাপারে ডিটেইলস তথ্য পাবেন ইউটিউব উইকিপিডিয়া পেজে। সেটা দেখতে চাইলে এখানে মাউস এর কারসার রেখে ক্লিক করেন অর টাচ ফোন হইলে প্রেস করেন- আপনাকে নিয়ে যাবে উইকিপিডিয়া ইউটিউব পেজে অথবা নিচের িইমেজে ক্লিক করেন।


No comments:

Post a Comment

আপনি কিভাবে ক্লাসিফায়েড ওয়েবসােইট এ এড পোষ্ট করবেন?

# ক্লাসিফায়েড # এডপোষ্ট # অফপেজঅপটিমাইজেশণ # এসএইও # হোয়াইটহ্যাটএসইও # ডুফলো # হাইপারলিংক # ক্লাসিফায়েডএডপোষ্ট